Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলারোয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৪:৩০ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৪:৩০ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার কলারোয়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এঘটনার পর থেকে তার স্বামী রিপন হোসেন পলাতক রয়েছে। নিহত গৃহবধূ সাবানা খাতুন (২৭) যশোরের শংকরপুরের সামটা গ্রামের ইসমাইল গাজীর মেয়ে।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার রামভদ্রপুর গ্রামে। খবর পেয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থান পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।

এদিকে নিহতের ভাই আবুল কাশেম জানান, তার বোন সাবিনা খাতুনের সহিত কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের জিয়াদ আলীর ছেলে রিপন হোসেনের সাথে ১০/১২ বছর পূর্বে ইসলামিক সরিয়াত মোতাবেক বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

কিন্তু প্রায় সময় স্বামী রিপন যৌতুক দাবি করে তার বোনকে মারপিট করে আসছে। গত ১৫দিন পূর্বে তার বোনকে যৌতুকের দাবিতে বেধড়ক মারপিট করে নিলা ফোলা জখম করে। গত রাতে কোন কারণ ছাড়াই তার বোনকে বাশের লাঠি ও গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তার বোনকে উদ্ধার করে স্থানীয় গয়ড়া ক্লিনিকে নিয়ে গেলে সেখানের ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ওই রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুবরণ করে।

এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমটেম রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Bootstrap Image Preview