Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের অংশীদার হলো চীনের ৩ শহর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চীনা শহর উরুমকি, পিয়াং ও শিয়ানকে পাকিস্তানের করাচি, গওধার ও মুলতানের অংশীদার শহর হিসেবে ঘোষণা করা হয়েছে।

দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বেইজিংয়ের একটি ফোরামের বৈঠক থেকে বৃহস্পতিবার এ ঘোষণা আসে।-খবর ডনের।

পাকিস্তানের আন্তঃপ্রদেশ সমন্বয়বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ড. ফাহমিদা মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীন সফরে রয়েছে। এ সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে।

ড. ফাহমিদা মির্জা বলেন, চীনের সঙ্গে সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে পাকিস্তান। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং কূটনৈতিক সফরে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে।

চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের ওপর জোর দিয়ে তিনি বলেন, আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এটি মাইলফলক।

ফোরামে চীনে পাকিস্তানি রাষ্ট্রদূত মাসুদ খালিদ, উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াংয়ের গভর্নর নির্বাহী ভাইস গভর্নর জ্যাং চুলিন এতে উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview