Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় নারী ইউপি সদস্যেকে লাঞ্ছিতের ঘটনায় মামলা

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০১:৩৫ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০১:৪৫ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়নের নারী মেম্বার শাহানারা বেগমকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (২৭ মার্চ ) কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শাহানারা বেগম। বিজ্ঞ আদালত মহিপুর থানার ওসিকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে ওই নারী ইউপি সদস্য আবারও হামলার আশঙ্কা করছেন বলে জানান তিনি।  

মামলার বিবরণে জানা যায়, উপজেলার ডাবলুগজ্ঞ ইউনিয়নের মিরপুর গ্রামের ফজলুল হক হাওলাদারের নেতৃত্বে রনি জোমাদ্দার, মামুন জোমাদ্দার, আয়শা আকতারসহ সাতজন পূর্ব পরিকল্পিতভাবে শাহানারা বেগমের ওপর হামলা চালায়।

শাহানারা বেগম জানান, ২১ মার্চ সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ড শেষ করে ফেরার পথে উপরোক্ত সন্ত্রাসীরা রাস্তার উপর ফেলে মারধর ও লাঞ্ছিত করে। এছাড়াও মাদকসহ বিভিন্ন অপকর্মের ঘটনায় ইউপি কার্যালয়ে নালিশ করায় আসামিরা তার উপর হামলা চালায় বলেও তিনি মামলায় উল্লেখ করেছেন। 

Bootstrap Image Preview