Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে এক আসনে প্রার্থী ১৮৫!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতে আগামী মাস থেকে লোকসভা নির্বাচন। এ নিয়ে দেশটিতে চলছে টান টান উত্তেজনা। তবে দেশটির একটি প্রদেশে ভোট নিয়ে বিপাকে পড়েছে নির্বাচন কমিশন। ওই আসনে প্রার্থীর সংখ্যা এত বেশি যে ইভিএমে ভোট নেয়া সম্ভব হচ্ছে না।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের তেলেঙ্গানার নিজামাবাদের একটি আসনে প্রার্থী হয়েছেন ১৮৫ জন। এ কারণে প্রথমবারের মতো ওই আসনে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া সম্ভব হচ্ছে না। ১১ এপ্রিল লোকসভা নির্বাচনে ওই আসন থেকে এ বিপুলসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিজামাবাদ এলএস আসন বর্তমানে তেলেঙ্গানা জাতীয় কমিটির সভাপতি এবং মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কালভাকুল্লা কাভিথা প্রতিনিধিত্ব করছেন।

তেলেঙ্গানা প্রধান নির্বাচন কর্মকর্তা রজত কুমার সাংবাদিকদের জানান, নিজামাবাদে লোকসভা নির্বাচনে ১৮৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত নমিনেশন প্রত্যাহারের সময় ছিল।

২০০ জন নমিনেশন ফরম জমা দিয়েছিলেন। এদের মধ্যে ২৫ মার্চ যাচাই-বাছাই শেষে ১৮৯ জনের নমিনেশন বৈধতা পায়। তবে নমিনেশন ফরম প্রত্যাহারের শেষ দিনে চারজন তাদের আবেদন প্রত্যাহার করেন।

Bootstrap Image Preview