Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এইচএসসি পরীক্ষা নকলমুক্ত করতে পরীক্ষাকেন্দ্রের হলে সিসি ক্যামেরা

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১০:২১ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১০:২১ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডিমলায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত করা ও সার্বিক নিরাপত্তা তদারকি করার লক্ষ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের হলে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ডিমলা টেকনিক্যাল এ্যান্ড বিএমআই কলেজ কেন্দ্রে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার প্রতিস্থাপন সিসি ক্যামেরা বসানো কাজের উদ্বোধন করেন।

এ সময় উক্ত কলেজ অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা উন্নয়ন সহায়ক বিভা রায়, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপজেলা প্রোগ্রাম অফিসার কবিতা আক্তার, কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমানসহ কলেজের সকল শিক্ষক- কর্মচারীসহ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও কলেজ কর্তপক্ষের সহযোগীতায় ৫টি কেন্দ্রের প্রতিটি হলেই এসব সিসি ক্যামেরা চালু থাকবে। প্রতিটি কেন্দ্রে অধ্যক্ষের রুমে সকল হলের সাথে সংযুক্ত থাকবে সিসি ক্যামেরাগুলো।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, প্রতিটি কক্ষের সার্বিক নিরাপত্তা, নকল প্রতিরোধসহ সকল বিষয়ে মনিটরিং করার লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বাংলাদেশকে পূর্ণ ডিজিটাল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন কলেজ কর্তপক্ষের সহযোগীতায় এই ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে। সিসি ক্যামেরা চালু হওয়ার ফলে নকল প্রতিরোধসহ সকল বিষয়ে মনিটরিং সহজতর হবে। 


 

Bootstrap Image Preview