Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে নির্বাচনী শোডাউনে ৯ জন আহত

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৮:৪৯ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল মোটরসাইকেল উল্টে যুবলীগ নেতা জহিরুল ইসলাম বাবুলসহ ৯ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাংগাইল ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদ জুয়েল (আনারস) এর সমর্থনে গাংগাইল ইউনিয়নের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি গাংগাইল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নান্দাইল উপজেলা সদর নরসুন্দা ব্রীজে উটলে পিছন দিক থেকে ৭/৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় কথিত হয়।

এতে করে মোটরসাইকেল চালক গাংগাইল ইউনিয়নের পাছবাড়িয়া গ্রামের যুবলীগ নেতা জহিরুল ইসলাম বাবুল মোটরসাইকেলের নিচে পড়ে গুরুতর আহত হয়। তার ডান পা ভেঙ্গে গেছে। এছাড়া পংকরহাটি গ্রামের তফাজ্জল হোসেনসহ ৮জন আহত হয়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাসান মাহমুদ জুয়েল ঘটনাস্থল পৌছে আহতদের চিকিৎসার জন্য নান্দাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জহিরুল ইসলাম বাবুলের অবস্থা গুরুতর থাকায় থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মোটরসাইকেল শোডাউনে যোগদান কারী যুবলীগ নেতা আজহারুল ইসলাম হিরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।  

Bootstrap Image Preview