Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সচিবালয়ের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত, তদন্ত কমিটি গঠন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৬:২৮ PM

bdmorning Image Preview


প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা তদন্তে দুটি কমিটি হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর পৃথক কমিটি করেছে বলে বৃহস্পতিবার গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে অর্থ মন্ত্রণালয়ের নির্মাণাধীন ১১ নম্বর ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক আশরাফুল ইসলাম (২১) মারা যান, তার বাড়ি নিলফামারী জেলায়।

যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই আশরাফুল ওই ভবনে কাজ করছিলেন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। গণপূর্ত মন্ত্রণালয়ের চার সদ্স্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আফজাল হোসেনকে।

স্থাপত্য অধিদপ্তরের একজন উপ-প্রধান স্থপতি এবং গণপূর্ত ডিজাইন সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। এই কমিটিতে গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুর রহমান হাবীব সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে গণপূর্ত অধিদপ্তর তাদের অডিট ও মনিটরিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাঈদ মাহবুব মোরশেদকে আহ্বায়ক করে তিন সদস্যের আরেকটি কমিটি করেছে।

এই কমিটিতে গণপূর্ত ই/এম প্ল্যানিং বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবু তালেব সদস্য এবং গণপূর্ত ‍ডিজাইন বিভাগ-২, ঢাকার নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক সদস্য সচিব হিসেবে রয়েছেন।

দুই কমিটিকে বিষয়টি সরেজমিনে তদন্ত করে দুর্ঘটনার কারণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Bootstrap Image Preview