Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে দিকনির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৬:১৭ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৬:১৭ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানীতে আগুন লাগার ঘটনা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলে পদক্ষেপ নিতে বলছেন। 

আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ। এ সময় আগুনে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এর আগে বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে খালেদা জিয়াকে হত্যার সুপরিকল্পনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। তিনি বলেন, খালেদা জিয়া কারাগারে যে সমস্ত সুযোগ-সুবিধা পেয়েছেন বা পাচ্ছেন দুর্নীতির দায়ে দণ্ডিত আসামি এমন সুযোগ-সুবিধা পায় না। উপমহাদেশের ইতিহাসে এ ধরনের নজির দেখা যায় না। তারপরও তাকে (খালেদা জিয়া) এ ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘রিজভী সাহেব একবার বলেন পরিত্যক্ত কারাগার ভবনে খালেদা জিয়াকে রাখা হয়েছে। আবার যখন তাকে নতুন কারাগারে স্থানান্তরের চেষ্টা চলছে তখন তিনি বলছেন নির্মাণাধীন কারাগারে তাকে খালেদা জিয়াকে রাখার চেষ্টা করা হচ্ছে। তাহলে কি খালেদা জিয়াকে পাঁচ তারকা হোটেলে রাখতে হবে?’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন খালি রাখা হয়েছিল। কিন্তু সেখানে তিনি যান নাই। যে হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জীবন সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিলেন সেই হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসা নেবেন না। তাহলে প্রশ্ন জাগে বঙ্গবন্ধুর নামের সঙ্গে হাসপাতালের নাম জড়িত বলে কি তিনি চিকিৎসা নেবেন না?’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী নেতা এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, শামসুন নাহার চাঁপা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের ঘটনার পরপরই অগুন নেভাতে মাঠে নামে ফায়ার সার্ভিসে ২৫টি ইউনিটসহ বিমান বিহিনী ও নৌবাহিনীর সদস্যরা।

এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ভবনটিতে আটকা পড়া অনেকেই বাঁচতে রশি বেয়ে ও লাফিয়ে নিচে নামার চেষ্টা করছেন। এভাবে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। এছাড়া প্রচন্ড ধোঁয়ায় ঝুঁকিতে আশেপাশের ভবনগুলোর মানুষও। এর মধ্যে আশেপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview