Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই সপ্তাহ আগে ফায়ার এলার্ম বেজেছিল পাশের ভবনে!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৬:০৮ PM

bdmorning Image Preview


প্রায় দুই সপ্তাহ আগের ঘটনা। রাজধানীর বনানীর আউয়াল টাওয়ারের নিচতলার রেস্টুরেন্ট বসে খাবার খাচ্ছিলেন বেশ কয়েকজন। হঠাৎ করেই ফায়ার এ্যালার্ম বেজে উঠেছিল ওই ভবনের ভেতর থেকে। আতঙ্কিত হয়ে রেস্টুরেন্ট থেকে খাবার রেখেই বেরিয়ে এসেছিলেন তারা।

গত ৯ মার্চ বিকালে আউয়াল টাওয়ারে ঘটেছিল এমন ঘটনা। অভিযোগ রয়েছে, সে সময় ভবনটিতে ফায়ার এ্যালার্ম বাজলেও কতৃপক্ষের কেউই এটা নিয়ে কোন গুরুত্ব দেয়নি।

সেদিন রেস্টুরেন্ট বসে খাবার খাচ্ছিলেন এমন একজনের সাথে কথা হয় বিডিমর্নিং এর। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, প্রায় সপ্তাহ দু'য়েক আগে ওই ভবনে আমি আর আমার এক বড় ভাই কফি খাচ্ছিলাম। ওই সময়ে বার বার ফায়ার এ্যালার্ম বাজতেছিল।

তিনি বলেন, বারবার জিজ্ঞেস করার পর তারা (ভবন কর্তৃপক্ষ) জানালো তেমন কিছুই না। তবুও ভয়ে আমরা দ্রুত বেরিয়ে আসি।বিপদের সংকেত আগে থেকেই ছিল, কিন্তু কেও পাত্তা দিলো না।

এ দিকে আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই আউয়াল টাওয়ারের পাশের ভবনটিতে (এফআর ভবন) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু মানুষ হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়াও ভবনটিতে আটকা পড়েছে শতাধিক মানুষ।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় আক্ষেপ করে প্রত্যক্ষদর্শী বলেন, সেদিনের এ ঘটনায় যদি কোন ব্যবস্থা গ্রহণ করা হত, তাহলে হয়তো আশেপাশের ভবনগুলোও সতর্ক হয়ে যেত। আর আসেপাশের ভবনগুলো সতর্ক হলে আজ এমন দুর্ঘটনা আমাদের দেখতে হতো না।

তিনি আরও বলেন, আমাদের ফায়ার এলার্ম সম্পর্কে সচেতন থাকা উচিৎ। সেদিন যদি আউয়াল টাওয়ারের এলার্মে তারা সতর্ক হতো এবং আশেপাশের ভবনকে শতর্ক করত তাহলে এমন দুর্ঘটনা ঘটতো না।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে বনানীর এফআর ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। এখন আগুনের শিখা কিছুটা কমে এসেছে। তবে বেড়েই চলছে ধোঁয়ার পরিমাণ। দমকল বাহিনীর সদস্যরা ভবনের ভেতরে অক্সিজেন দেয়ার চেষ্টা করছেন।

ভবনটির বিভিন্ন তলায় আটকা পড়া মানুষ ধোঁয়ার কবলে পড়ে বাঁচার জন্য চিৎকার করছেন। জানালা দিয়ে হাত নেড়ে বাঁচার আকুতি জানাচ্ছেন অনেকে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সাহস জুগিয়ে যাচ্ছেন। আটকা পড়াদের উপর থেকে লাফ দিতেও নানাভাবে নিষেধ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview