Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোবাইলের লাইট ও গ্লাস ভেঙে বাঁচার জন্য আর্তনাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৪:৫৯ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview


রাজধানীর বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে আটকা পড়েছেন বহু মানুষ। আটকা পড়া ভবনের ১০ ও ১১ তলার ভেতর থেকে অনেকে হাত দেখাচ্ছেন। তাদের মধ্যে কেউ একজন কাপড় দিয়ে পতাকা বানিয়ে নাড়ছেন। অনেকে মোবাইলের লাইট ও গ্লাস ভেঙে বাঁচার জন্য আর্তনাদ করছেন। ওপর থেকে নিচে কাগজ ছাড়ছেন অনেকেই।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভবনে আটকা পড়াদের মধ্যে এমন দৃশ্য দেখা গেছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট কাজ করছে। তবে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আটকা পড়াদের উদ্ধার করছেন। ভবনে আটকা পড়াদের হেলিকপ্টার ও ১২তলায় ফায়ার সার্ভিসের মই দিয়ে উদ্ধার করা হচ্ছে।

জানা গেছে, বিকেল ৩টা পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধশতাধিক জনকে উদ্ধার করা হয়েছে।উদ্ধার করাদের মধ্য থেকে অনেককে হাসপাতালে নেয়া হয়েছে।

Bootstrap Image Preview