Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার রাজধানীর এলিফ্যান্ট রোডে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৪:৫৫ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যেই এবার এলিফ্যান্ট রোডে আগুন লেগেছে।স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয়রা ও ভবনে অবস্থানরতদের প্রচেষ্টায় প্রায় আধাঘণ্টা পরেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে এলিফ্যান্ট রোডের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই ভবনে অবস্থানরতদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এলিফ্যান্ট রোডের এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে ঘটনা স্থলে উপস্থিত থাকা একজন পুলিশ কর্মকতা জানিয়েছেন, সিগারেটের আগুন থেকে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় ৫০ মিনিটে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এর ব্যাপকতা বাড়ে এবং ১১ তলা পর্যন্ত বিস্তার লাভ করে। টাওয়ারের ভেতরে অসংখ্য লোকজন বন্দি আছেন। উদ্ধারে কাজ করছেন বিমান-নৌ বাহিনীর সদস্যরাও। ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টারও। 

এ ঘটনায় আহত ২৫ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ভবনের ভেতর বহু লোক আটকা পড়ে রয়েছেন বলে স্থানীয় ও ওই ভবনে কর্মকর্তারা জানিয়েছেন।

Bootstrap Image Preview