Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ধোঁয়ার কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বনানীর সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মাসুম বিল্লাহ। আগুন লাগা বনানীর এফ আর ভবন থেকে নামানো আহতদের উদ্ধারে সহযোগিতা করছেন। তাঁর চাচাতো ভাই সুমন হোসেন ওই ভবনে আটকে আছেন।

মাসুম বিল্লাহ কাঁদছিলেন আর বলছেন, ‘আল্লাহ তুমি তাঁদের বাঁচিয়ে দাও। তুমি ছাড়া আর কেউ নেই ওদের। কতগুলো মানুষ ভেতরে তা আমরা জানি না। বাঁচার জন্য অনেক মানুষ হাত বাড়াচ্ছেন। তাদের তুমি নিচে নামার ব্যবস্থা করো।’

প্রভা হেলথ নামে একটি সংস্থার কর্মীরা এখানে অগ্নিদগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। প্রভা হেলথের কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, ‘এখানে আমরা সাতজন ডাক্তার এসেছি। ১৪ জন নার্স এসেছি। এ ছাড়া সাপোর্ট স্টাফ এসেছি ২০ জনের মতো। আমরা এখনো পর্যন্তু ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এদের ভেতরে খুব ক্রিটিক্যাল অবস্থার রোগী নেই। কারণ ক্রিটিক্যাল রোগীগের অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা হাসপাতাল অথবা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।’

ফয়সাল আরো বলেন, ‘আমরা কিছু ফায়ার সার্ভিসের লোকদেরও ট্রিটমেন্ট দিয়েছি। এদের ভেতরে বেশি রোগীর শরীর কেটে গেছে কাঁচে। কারো ধোঁয়ার কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।’

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ২২ তলা ওই ভবনটিতে আগুন লাগে। ওই ভবনে আটকা পড়েছেন অনেকে। আগুন নিয়ন্ত্রণে আনা ও উদ্ধার কাজে  ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।

Bootstrap Image Preview