Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মানুষের ভিড়ের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৪:২১ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৪:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডে ঘটনায় আগুন নিয়ন্ত্রণের পর এখন চলছে উদ্ধার কাজ। সাধারণ মানুষের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, বারবার অনুরোধের পরেও সাধারণ মানুষ সরছেন না বলে জানান ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মকর্তারা। তাছাড়া সাধারণ মানুষের ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে ঢুকতে এবং বের হতে কষ্ট হচ্ছে বলে জানান গেছে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন লাগার পর এফআর টাওয়ার ও পাশের বিল্ডিংগুলো থেকে নামতে গিয়ে অনেকেই আহত হন। এছাড়া অনেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন।

নবম তলায় আগুন শুরু হওয়ার পর অনেকে আতঙ্কে ওপরের তলাগুলোয় আশ্রয় নেন। কেউ কেউ ছাদে উঠে পাশের ভবনে গিয়ে নামার চেষ্টা করেছেন। কয়েকজন বিভিন্ন ধরনের তার ধরে নামার চেষ্টা করছেন। আর যারা ভবনটিরে ভেতর আটকা পড়েছেন তারা ভাঙা কাচের ভেতর দিয়ে হাত বের করে সাহায্য চাচ্ছেন।

জানা গেছে, আগুন নেভানোর সুবিধার জন্য আশেপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

Bootstrap Image Preview