Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় যান এবং বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তিনি বঙ্গবন্ধুর শৈশবের খেলার মাঠ পরিদর্শন করেন।

এসময় তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবকালিন স্মৃতি বিজড়িত খেলার মাঠটিকে সংরক্ষণ করার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি। মাঠটিকে খেলার মাঠসহ সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং টুঙ্গিপাড়াতে একটা স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে আমরা সরজমিনে এসেছি। আসা করছি অচিরেই আমরা এ মাঠটি সংরক্ষণের জন্য কাজ শুরু করব।

এরপর মন্ত্রী টুঙ্গিপাড়ার মল্লিকের মাঠ এলাকায় প্রস্তাবিত স্টেডিয়াম, শেখ জামাল যুবও প্রশিক্ষণ কেন্দ্র, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, শেখ মনি স্টেডিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. জাফর উদ্দিনসহ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

Bootstrap Image Preview