Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০২:৪৮ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০২:৪৮ PM

bdmorning Image Preview


আসন্ন আগামী ৩১মার্চ চতুর্থ ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ইতিমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের তিনবারের নির্বাচিত সভাপতি আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী। তাই বর্তমানে শুধু পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এ নির্বাচনে বিএনপি ও অন্যান্য দলের কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় নির্বাচন অনেকটা নিরুত্তাপ। 

তারপরও প্রার্থীদের প্রচার প্রচারণা দেখে মনে হচ্ছে- নির্বাচনে লড়াই হবে জমজমাট। এ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব প্রার্থীই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অতীতের কোন নির্বাচনে বিশেষ করে নারী পদ নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এতো বেশী প্রার্থী চোখে পড়েনি। এতে করে এলাকার ভোটাররা ও চরম বিব্রত। নির্বাচনকে সামনে রেখে সেনবাগ উপজেলার সর্বত্র পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে  প্রচার-প্রচারণা চালাচ্ছে। তাদের ব্যাপক প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো উপজেলার আনাচে কানাচে।

জানা গেছে, উপজেলা পরিষদে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় করছেন সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গোলাম কবির (তালা প্রতীক), সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নুরজ্জামান চৌধুরী (টিউবওয়েল প্রতীক), বীজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রব  চৌধুরী (চশমা প্রতীক)। 


এদের মধ্যে তৃণমূলে ব্যাপক আলোচনায় রয়েছে তালা মার্কা প্রার্থী গোলাম কবির ও টিউবওয়েল মার্কা প্রার্থী নুরুজ্জামান চৌধুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-উপজেলার কেশারপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক ভূঁইয়ার স্ত্রী মরিয়াম সুলতানা (কলস প্রতীক), সাবেক ছাত্রলীগ নেত্রী ফেরদাউস আরা রুপালী চৌধুরী (হাঁস প্রতীক), চট্রগ্রাম মহানগর যুব মহিলা লীগ নেত্রী হাফিজা আক্তার বেবী (সেলাই মেশিন প্রতীক), জেলা যুব মহিলা লীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্য সাজেদা আক্তার শিল্পী (প্রজাপতি প্রতীক), উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক নাজমুন নাহার পারভীন (ফুটবল প্রতীক), উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক দিলরুবা আক্তার তুহিন ( পদ্মফুল প্রতীক)। উল্লেখ্য- সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা-দুই লাখ সাত হাজার। কেন্দ্র সংখ্যা-৮৩টি।

Bootstrap Image Preview