Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সেনবাগ প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০২:১১ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০২:১১ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

গতকাল বুধবার বিকেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ ইফতেখার আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে ওই বরখাস্তের আদেশ দেন। 

জানা যায়, আনোয়ার হোসেন বাহার ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। বহিষ্কার আদেশে উল্লেখ করা হয় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট গ্রহণ করায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়। এ ছাড়াও তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা ১০ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়।

বরখাস্তের বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুুর রহমান।

এ ব্যাপারে যোগাযোগ করলে কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার বরখাস্তে চিঠি পাওযার কথা স্বীকার করে বলেন, তাকে রাজনৈতিকভাবে অহেতুক হয়রানি করার জন্য বরখাস্ত করা হয়। তিনি উচ্চ আদালতে যাবেন।

Bootstrap Image Preview