Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে ভূমি বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০২:০০ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুরে গো-চারণ ভূমি ও ঈদগাহ মাঠ খাস ভূমি বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শিববাড়িতে হাওরপাড়ের কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।  

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের রামসিংহপুর, হুকুমপুর ও শিবপুর গ্রামবাসীর একমাত্র খেলার মাঠ, ঈদগাহ মাঠ, বৈশাখী ধান শুকানোর খলা ও সনাতন ধর্মালম্ভীদের শিবচতুর্দশীব্রত উদযাপন ও অষ্ঠমী মেলার স্থান ভূমি অফিসের কতিপয় অসাধু চক্রের সহায়তায় তথ্য গোপন করে হুকুমপুর গ্রামের প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তি আবদুল বারিক তার নিজ নামে ও আত্মীয় স্বজনের নামে বন্দোবস্ত করে নেন।

বক্তারা আরো বলেন, এ হাওর এলাকায় অকাল বন্যায় বোরো ফসলহানীর সময় বোরো ফসল দ্রুত কেটে তুলে রাখার একমাত্র উঁচু স্থান হল এই বন্দোবস্তকৃত ভূমিটি। তাই বোরো ফসল রক্ষার স্বার্থে হলেও মানবন্ধনে উপস্থিত লোকজন ভূমিটির বন্দোবস্ত বাতিলেরর দাবিতে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট কতৃপক্ষ ও বর্তমান কৃষি বান্ধব সরকারের সহায়তা চেয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনু হোসেন, মোস্তাফিজুর রহমান খোকন, মোহাম্মদ তারা মিয়া, হিমাংশু রঞ্জন তালুকদার, জগত তালুকদার, আবুল হোসেন মনু, আনোয়ার হোসেন, তোফাজ্জ্বল হোসেন, আবুল কালাম, জামাল মিয়া প্রমুখ।

Bootstrap Image Preview