Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিমানবন্দরের দেয়ালের নিচে সুড়ঙ্গ! (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০১:৩৩ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০১:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাংলাদেশের অনন্য বিমান বন্দরগুলোর মতোই নড়েচড়ে বসেছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষও। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দরটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কিন্তু প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, তেমনটি ঘটছে এ বিমানবন্দরের ক্ষেত্রেও। সামনের অংশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও সীমানা প্রাচীর অরক্ষিত। যে কেউ প্রাচীরের নিচ দিয়ে বিমান বন্দরে ঢুকতে পারেন অনায়াসে।

বেসরকারি একটি টেলিভিশনের রিপোর্টারের এক প্রতিবেদনে জানা গেছে, সৈয়দপুর বিমানবন্দর এলাকায় ঢুকতেই গাড়ি তল্লাশি। কিছু দূর এগিয়ে টার্মিনালের এর প্রধান ফটক বডিং গেটসহ টার্মিনালের ভেতরে নিরাপত্তা আপাতত তো বেশ কঠোরই।

কয়েক ধাপে নিরাপত্তা রক্ষীদের মুখোমুখি হয়ে ঢুকতে হবে ভিতরে। অতিরিক্ত নিরাপত্তার বিষয়টি যাত্রীরা স্বাগত জানিয়েছে। কেউ কেউ আবার নিরাপত্তা যাতে ভোগান্তির কারণ না হয় সেই বিষয়ের উপর নজর দেওয়ার গুরুত্ব দিচ্ছেন।

বিমানবন্দরের একটি অংশ দেখে অবশ্য তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই। সদর দরজায় কড়াকড়ি থাকলেও আরেকটি অংশ অর্থাৎ বিমানবন্দরের সীমানা প্রাচীরের দক্ষিণের একটি অংশে প্রাচীরের নিজ দিয়ে গর্ত বানিয়েছে স্থানীয়রা।

গৃহপালিত পশু বিচরণ ঘাস কাটাসহ যার যখন প্রয়োজন এই গর্ত দিয়েই বিমানবন্দর এলাকায় ঢুকছেন। নির্বিঘ্নে কাজ সেরে আবার বের হচ্ছেন। তবে এসব বিষয় নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হয়নি।

বর্তমানে ঢাকা সৈয়দপুর রুটে প্রতিদিন 8টি বিমান চলাচল করছে। স্থানীয়রা মনে করেন উত্তর অঞ্চলের শিল্প বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিমানবন্দরটির সুনাম অক্ষুন্ন রাখতে শুধু একটি অংশ নয় নিরাপত্তার আওতায় আনতে হবে পুরো এলাকাকে।

Bootstrap Image Preview