Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে অফিসে ডেকে ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার মাদ্রাসার অধ্যক্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১২:১৯ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১২:১৯ PM

bdmorning Image Preview


ফেনীতে আলিম দ্বিতীয় বর্ষের একছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদদৌলাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ মার্চ) দুপুরে মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ, অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদদৌলা তাঁর অফিস কার্যালয়ে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির ছাত্রীদেরকে একা ডেকে এনে পরীক্ষায় সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দিয়ে শ্লীলতাহানিসহ যৌন হয়রানি করে আসছিল। শিক্ষার্থীরা লজ্জায় এ বিষয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।

বুধবার দুপুরে সিরাজ উদদৌলা আলিম পরীক্ষার্থী এক ছাত্রীকে পিয়নের মাধ্যমে ডেকে তার কার্যালয়ে নিয়ে আসেন। এসময় ওই ছাত্রীর সঙ্গে তার দুইজন সহপাঠিও আসে। কিন্তু অধ্যক্ষ তাদেরকে অফিস কক্ষে বাহিরে অবস্থান করতে বলেন। এর কিছুকক্ষণ পর ওই ছাত্রী অফিস কক্ষের ভেতর থেকে কান্না করতে করতে বেরিয়ে এসে সহপাঠিদেরকে কিছু বলার আগে মাথা ঘুরিয়ে অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়। এর পর অধ্যক্ষ সহপাঠি ও কয়েকজন ছাত্রকে ডেকে এনে দ্রুত ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যেতে বলে।

ছাত্রীর মা বলেন, বাড়িতে নেওয়ার পর তার মেয়ে জানিয়েছে অধ্যক্ষ তার গায়ে হাত দিয়ে জড়িয়ে ধরে আপত্তিকর কথা বার্তা বলে শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়েছে। এঘটনায় তিনি নিজে বাদি হয়ে অধ্যক্ষ মাওলানা সিরাজ উদদৌলাকে আসামী করে সোনাগাজী মডেল থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন ঘটনা ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজন শিক্ষার্থী অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানি, আপত্তিকর কথা বলাসহ শ্লীলতাহানি করার বিষয়ে পুলিশকে জানিয়েছে। অভিযুক্ত শিক্ষক সিরাজ উদদৌলাও জিজ্ঞাসাবাদের বেশ কিছু অভিযোগ স্বীকার করেছে। এর আগেও তাঁর বিরুদ্ধে মৌখিক ভাবে আরও বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেলেও কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া য্য়ানি। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তদন্ত করে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview