Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে রাস্তা সলিংয়ের ইট তুলে নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১০:৫৮ AM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১০:৫৮ AM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউপির সাড়ারপাড় গ্রামে ৮ মেট্রিক টন কাবিখার চালের বরাদ্দের অর্থে নির্মিত সাড়ারপাড় গ্রামের পূর্ব পাড়ায় ঈদগাহ মাঠের রাস্তার সকল ইট তুলে নিয়ে গিয়ে বাড়িতে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডলের বিরুদ্ধে। 

বুধবার (২৭ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় দুই মাস পূর্বে ৮ মেট্রিক টন কাবিখার চালের বরাদ্দের অর্থ দিয়ে সাড়ারপাড় পূর্বপাড়া ঈদগাহ মাঠে যাতায়াতের জন্য রাস্তার সলিং করা হয়েছিল। বর্তমানে তিন দিন ধরে ৪ জন শ্রমিক লাগিয়ে ওই রাস্তার সলিংয়ের সকল ইট তুলে নিয়ে চেয়ারম্যান তার বাড়িতে রাখেন। 

এ বিষয়ে সাড়ারপাড় গ্রামের জোব্বারের ছেলে শিপন (৪০) বলেন, আমাদের গ্রামের ঈদগাহ মাঠে যাতায়াতের রাস্তায় ইটের সলিং দেওয়া ছিল। রাস্তাটি সরু হওয়ায় এবং  অতিরিক্ত ভ্যান যাতায়াতের কারণে রাস্তাটির ইট নষ্ট ও ভেঙ্গে গিয়ে বেহাল দশা দেখা দেয়। তাই আমরা গ্রামবাসী চেয়ারম্যানকে ইটগুলো তুলে নিয়ে যেতে বলি। 

এদিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিবুল আলম বলেন, আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য পিআইও কে বলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রকল্পের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, আমি সুধু এই প্রকল্পের নামে সভাপতি। আর্থিক লেনদেন বা কোন কাজে আমি জানি না।

স্থানীয় চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল জানান, ঈদগাহ মাঠের রাস্তায় ইঁদুরের মাঁটি কাটার ফলে রাস্তার ইট মাঠের জমিতে গিয়ে পড়ার ফলে অজ্ঞাত কিছু লোক প্রায় তিন হাজারের মত ইট চুরি করেছে। সেকারণে ইটগুলো সংরক্ষণ করে ইউনিয়ন পরিষদে আনার জন্য ইউএনও বরাবর একটি আবেদনও করেছি।

Bootstrap Image Preview