Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঠিকাদার নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১০:৩৫ AM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১০:৪০ AM

bdmorning Image Preview


খুলনা মহানগরীর মুসলমানপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিজানুর রহমান বালা (৫০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান বালার বাড়ি নগরীর বাগমারা জাহিদুর রহমান সড়কে। তিনি গোপালগঞ্জ শিবপুর এলাকার মৃত জহুরুল হকের ছেলে।

জানা যায়, রাত পৌনে ১০টার দিকে রিকশাযোগে মিজানুর রহমান বালা বাগমারায় নিজের বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশেপাশের লোকজন তার পেটে ছুরিকাঘাতের ক্ষত দেখতে পায়। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার দুই হাত ও পেটের বাঁ-পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নগরীর মুসলমানপাড়া বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটেছে।

তবে অপর একটি সূত্র জানায়, মিজানুর রহমান বালা রিকশাযোগে নগরীর রায়পাড়া থেকে বাগমারা যাওয়ার পথে অন্ধকারে ছুরিকাঘাতের শিকার হন।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, স্থানীয়রা আহত অবস্থায় মিজানুরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি সানি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

উল্লেখ্য, নিহতের ভাই যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সমবায়বিষয়ক সম্পাদক এসএম মেজবাহ হোসেন বুরুজ খুলনার স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী নেতা ছিলেন। তিনিও ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ২০১৫ সালের ১৯ ডিসেম্বর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বুরুজ মারা যান।

Bootstrap Image Preview