Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'শিক্ষা শুধু প্রবীনদের কাছে পাওয়া যায় না, নবীনদের কাছেও পাওয়া যায়'

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১০:১৫ AM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview


নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (এমপি) বলেছেন, শিক্ষা শুধু প্রবীনদের কাছে পাওয়া যায় না, নবীনদের কাছেও পাওয়া যায়। পুতিগত বিদ্যায় নির্ভশীল না হয়ে, বাহিরের বই পড়ুন, গল্পের বই পড়ুন।

তিনি বলেন, শুধুমাত্র কোচিং নির্ভরশীল না হয়ে পাঠ্য বইয়ের পুরো বইটি পড়ার অভ্যাস গড়ে তুলুন। তাতে জ্ঞান অর্জন হবে। কারণ কোচিং এ সব কিছু পাওয়া যায় না। যিনি বইটি তৈরী করেছেন সেটি জ্ঞান অর্জনের জন্য তৈরী করেছেন। অর্ধেক পড়া জন্য বইটি শিক্ষার্থীদের হাতে দেননি।

বুধবার (২৭ মার্চ) দুপুরে নীলফামারী সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের (২০১৮-১৯) ছাত্র/ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি একটি অনুষ্ঠানে মূল্যবান কথা বলেছেন, গুগল সার্চ করে শুধু তথ্য পাওয়া, সেখানে জ্ঞান অর্জন করা যায় না। আমরা এমন শিক্ষা অর্জন করেছি, পাশের মানুষটি না খেয়ে থাকলেও খবর রাখি না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ সময়ে আরো বলেন, আমরা মানবিক সমাজ গড়তে চাই। তোমরা এমন শিক্ষা গ্রহণ করো সব কিছু নিজের মঙ্গলের জন্য নয়, মানুষের মঙ্গলের জন্য। প্রতিভার পাশাপাশি পরিশ্রম করতে হবে। তাহলে একজন সমাজে ভাল মানুষ হতে পারবে। বাবা মায়ের পরে শিক্ষকের স্থান তাদের সম্মান দিতে হবে।

কলেজ ছাত্রলীগের সভাপতি কলেজের একটি হলরুমের বঙ্গবন্ধুর নামে নাম করনে প্রস্তাব করায়, সাবেক এই মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ আলাদা করা যাবে না। যার ডাকে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে যে মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তিনি কিন্তু একজন সামান্য মানুষ নয়। কাজেই তার নাম এত ছোট করে দেখার সুযোগ নেই। তাছাড়া এটি বঙ্গবন্ধু ফাউন্ডেশন আছে তাদের অনুমোদন ছাড়া এটি কখনও সম্ভব না।

কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবী প্রসাদ রায়ের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এবিএম আতিকুর রহমান, কলেজের উপাধ্যক্ষ মাহবুবার রহমান ভূইয়া, কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল আলম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। 

Bootstrap Image Preview