Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে জলবায়ু সপ্তাহের উদ্বোধন  

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১০:২১ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর ৫ দিনব্যাপী জলবায়ু সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

জলবায়ু পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের অনুপ্রেরণা বুধবার (২৭ মার্চ) শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে জলবায়ু সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। এর আগে যুবকদের এক সাইকের র‌্যালি বের করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস.এম.মহাসীন উল মূলক, সহকারী কমিশনার ভূমি সুজন সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, জলবায়ু পরিষদ শ্যামনগরের সভাপতি সাবেক উপাধ্যক্ষ মোঃ নাজিমুদ্দীন, সদস্য সচিব, আশেক-ই-এলাহী, অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, দেব প্রসাদ মন্ডল প্রমুখ।  

এসময় জলবায়ু অর্থায়ন ও দুর্যোগ প্রশমনে ন্যায্য ও স্বচ্ছ পরিকল্পনা প্রণয়ন করা, উপজেলার সকল জলবায়ু প্রকল্পের বিল বোড স্থাপন করা, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা এবং দুর্যোগ প্রবণ অঞ্চলে অগ্রাধিকার দিয়ে তহবিল বরাদ্দ করা, সকলের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবহার নিশ্চিত করা, উপকুলীয় নিরাপত্তার জন্য বাঁধসহ সকল গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও মেরামোত করার কাজে স্থানীয় সরকারকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে উপজেলা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।  

Bootstrap Image Preview