Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুবককে হাত-পা কেটে হত্যা: ৩ দিনের রিমান্ডে ইউপি চেয়ারম্যান

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


ঝালকাঠির নলছিটিতে সাইদুল ইসলাম তালুকদার হত্যা মামলায় গ্রেফতার হওয়া মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন আদালত।

বুধবার (২৭ মার্চ) দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে শুনানি শেষে বিচারক তারেক সামস এ আদেশ প্রদান করেন।

গত শনিবার (২৩ মার্চ) দুপুরে সাইদুলকে কুপিয়ে হাত-পা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান কবির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার রাতেই সাইদুলের বাবা আব্দুল আজিজ তালুকদার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, সাইদুল হত্যাকাণ্ডের পরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেনকে গ্রেফতার করে আদালতে হাজির করে রিমান চাওয়া হয়। তাকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। আরও যারা এ ঘটনায় জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview