Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৭:৪৭ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৭:৪৭ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। এসময় তিনি বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। উন্নয়নে জন্য বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ এবং টেকসই প্রয়োগ প্রয়োজন। তাই বিজ্ঞানের আর্জনকে টেকসই করতে হলে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়াতে হবে।

পরে বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা মৎস অফিসার দিপক কুমার হলদার ও উপজেলা শিক্ষা অফিসার একরামুল হক। এসময় নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ রায়, সহকারী শিক্ষক শরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ১৮টি স্টল খোলা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের স্টলে উদ্ভাবনী নানা প্রযুক্তি ও যন্ত্রপাতির প্রদর্শন করছে। 

Bootstrap Image Preview