Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচনে ভালুকায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৬:৪১ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভালুকায় মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে চলছেন। প্রকাশ্যে এসব ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন সাধারণ জনগণ। ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এখানকার জনমনে সংশয় দেখা দিয়েছে।

উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুযায়ী কোনও প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল নির্বাচনী এলাকায় অবস্থিত দেয়াল বা যানবাহনে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগাতে পারবেন না। তবে শর্ত থাকে যে, ভোটকেন্দ্র ছাড়া নির্বাচনী এলাকার যেকোনও স্থানে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ঝুলাতে বা টাঙাতে পারবেন।

সরেজমিনে ভালুকা উপজেলায় ঘুরে দেখা গেছে, প্রচারণার ক্ষেত্রে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা পোস্টার ব্যবহার করছেন। তবে প্রচারণার এসব সামগ্রী ব্যবহারে নির্বাচনী আইনের কোনও তোয়াক্কা করছেন না প্রার্থীরা। নির্বাচনী এলাকার আবাসিক বাসা-বাড়ির দেয়ালসহ, বৈদ্যুতিক খুঁটি এমনকি দোকানের দেয়ালেও পোস্টার লাগানো হয়েছে।

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ কামাল বলেন, ‘এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।’
যোগাযোগ করা হলে ভালুকা উপজেলার নির্বাচনি দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান প্রচারণার ক্ষেত্রে এমন। 

আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু করার ততটুকু করবো। তবে আমরা ব্যবস্থা নেবো।
 

Bootstrap Image Preview