Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো এবং অসাধারণ: যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাংলাদেশের বিগত জাতীয় সংসদ নির্বাচন পক্ষপাতমূলক হলেও অর্থনৈতিক উন্নয়ন চোখে পড়ার মতো বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতাসীন সরকারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় গত ২৬ মার্চ ওয়াশিংটনে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অভিযোগ তোলার পাশাপাশি চলমান উন্নয়নেরও প্রশংসা করেন পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবার্ট পাল্লাদিনো।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র যুক্তরাষ্ট্রে প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনে বরাত দিয়ে বলেন, ‘গত ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না। কেননা নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই ও বিরোধী দলের এজেন্টদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অনিয়মের প্রতিবেদন পাওয়া গেছে।’

তবে পররাষ্ট্র দফতরের মুখপাত্র বাংলাদেশের সঙ্গে দেশটির দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্কের কথা তুলে ধরেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসাও করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ক্ষমতাসীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবার্ট পাল্লাদিনো আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশর মধ্যে সহনশীলতা ও গণতন্ত্র উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক আছে। যে সম্পর্ক প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি, মানবাধিকার সুরক্ষাসহ রাষ্ট্রীয় শাসন কাঠামো ও প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে।’

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনকে একপেশে বলে প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এ রিপোর্ট কোনো প্রভাব ফেলবে না।’

Bootstrap Image Preview