Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সৌরভ অধিকারী শুভ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


‘বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মুল শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) শেরপুর উপজেলা চত্ত্বরে শেরপুর উপজেলার প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানা অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন, শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ হফিজুর রহমান, শেরপুর সরকারি ডি, জে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন, শেরপুর টাউন বারোয়ারী এজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিন্দ্রনাথ রায় প্রমুখ।

মেলায় স্টল বরাদ্দ নিয়েছেন উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠাগুলো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক আধুনিক প্রযুক্তির নানা উপকরণে স্টল সাজিয়ে দর্শকদের আকৃষ্ট করেছেন। প্রশ্নপর্বে বিজ্ঞান ভিক্তিক প্রযুক্তি বিষয়ে দর্শকদের বোঝাতে সক্ষম হয়েছেন শিক্ষার্থীরা।

এসময় বক্তারা জানান, এই আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক তথ্য প্রযুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। এ থেকে মেলার সার্থকতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

Bootstrap Image Preview