Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছুটিতে বাড়ি না গিয়ে যুদ্ধবিমানে চড়তে কর্মস্থলে সেই পাইলট অভিনন্দন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৩:৪৯ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৩:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানে আটক হওয়া ভারতীয় পাইলট অভিনন্দন ছুটিতে বাড়ি না গিয়ে শ্রীনগরে স্কোয়াড্রনে যোগ দিয়েছেন আলোচিত ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন।

মঙ্গলবার (২৬ মার্চ) অভিনন্দনের কর্মস্থলে যোগদানের বিষয়টি ভারতীয় বিমানবাহিনী কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি ঘটে যাওয়া পাক-ভারত উত্তেজনা সময়ে এই ভারতীয় পাইলট ছিলেন খবরের শিরোনামে।

গত ২৭ ফেব্রুয়ারি ভারতের মিগ-২১ বাইসন যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে অভিনন্দনকে আটক করে পাক সেনারা।

পাক কারাগারে ৫৮ ঘন্টা বন্দি থাকার পর অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান সরকার। এ ঘটনায় বিশ্বব্যাপী প্রশংসিত হন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানে আটককালীন অভিনন্দন পাক সেনাদের প্রশংসায় পঞ্চমুখ হলেও ভারতে ফিরে ভোল পাল্টান। পাক সেনার হাতে নির্যাতিত হয়েছেন বলে দাবি করেন অভিনন্দন।

এর পর হাসপাতালে অনেকগুলো শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেত হয় অভিনন্দনকে।

দু’সপ্তাহ ধরে এসব প্রক্রিয়া শেষে তাকে চার সপ্তাহের ‘অসুস্থতাজনিত ছুটি’ দেয় ভারতীয় বিমানবাহিনী কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিনন্দনকে তার চেন্নাইয়ের বাড়িতে গিয়ে পরিবারকে সময় দিতে পরামর্শ দিয়েছিলেন বিমানবাহিনীর জেষ্ঠ্য কর্মকর্তারা।

তবে অভিনন্দন সে সুযোগ লুফে না নিয়ে যোগ দিয়েছেন শ্রীনগরের বিমানবাহিনী স্কোয়াড্রনে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, অভিনন্দনের চার সপ্তাহের এই অসুস্থতাকালীন ছুটি শেষ হলে গঠন করা হবে মেডিক্যাল বোর্ড। সেই বোর্ড তার শারীরিক পরীক্ষা করেই সিদ্ধান্ত নিবেন যুদ্ধবিমানের ককপিটে আবার অভিনন্দন বসবে কি-না।

Bootstrap Image Preview