Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন নৃবিজ্ঞান বিভাগ 

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০২:২৬ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-১৯ এর ফাইনালে ২-০ গোলের ব্যবধানে রসায়ন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নৃবিজ্ঞান বিভাগ।

বুধবার (২৭ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পরে একইস্থানে টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ও খেলাধুলা বিষয়ক উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে ও শারীরিক শিক্ষা অধিদফতরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস. এম. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো আশরাফুল আলমসহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে সতেজ ও উৎফুল্ল রাখে। আমরা শিক্ষার্থীদের জন্য খেলাধুলায় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। এসময় সুন্দর ও সুষ্ঠুভাবে টুর্নামেন্ট পরিচালনার জন্য উপাচার্য সকলকে ধন্যবাদ জানান তিনি। 

উল্লেখ্য, গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের অংশগ্রহণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-১৯ শুরু হয়। 

 

Bootstrap Image Preview