Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে রেলওয়ে কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০২:১৯ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০২:১৯ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় আগুন লেগে সৃষ্ট ধোঁয়ায় ১০ জন অসুস্থ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।  

অসুস্থদের মধ্যে ৭ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ইব্রাহীম (৩২), রায়হান (২৪), রাসেল (২৫), জামাল (৩২), রিপন (২১), মাহবুব (৫৬) ও কবির (২৩)।

তারা সবাই রেলওয়ে পূর্বাঞ্চলের মেশিনারিজ বিভাগের কর্মচারী।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, বেলা ১১টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের কারখানায় পোড়া মবিল ও তেলের মধ্যে আগুন ধরে যায়। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো কারখানা। কারখানার ভেতরে আটকে পড়া মেশিনারিজ বিভাগের কর্মচারীরা। পরে ধোঁয়ার মধ্যে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে অনেকে।

তিনি আরও বলেন, অসুস্থ কর্মচারীদের মধ্যে ৭ জনকে চমেক হাসপাতালে এবং বাকি ৩ জনকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  

Bootstrap Image Preview