Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০ দফা দাবিতে হকারদের অর্থ মন্ত্রণালয় ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০১:৪৮ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০১:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীতে হকারদের উচ্ছেদের প্রতিবাদে ১০ দফা দাবিতে অর্থ মন্ত্রণালয় ঘেরাও করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

আজ বুধবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে অর্থ মন্ত্রণালয় ঘেরাও করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

মন্ত্রণালয়ের প্রথম গেটে পুলিশ বাধা দিলে সংগঠনের প্রায় কয়েকশ সদস্য সেখানে অবস্থান নেয়। এ সময় বাংলাদেশ হকার উইনিয়নের সভাপতি আবুল হাশেম করিরের নেতৃত্বে সাধারণ সম্পাদকসহ একটি প্রতিনিধি দল স্মারক লিপি দিতে অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করেন।

এর আগে সকাল ১১টা দিকে হকারদের দমন, নিপীড়ন, উচ্ছেদ, নির্যাতনের প্রতিবাতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে। মানববন্ধন শেষে মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দিকে যায় হকাদের এ সংগঠন।

তাদের ১০ দফা দাবিগুলো হল:

১. পুনর্বাসন ছাড়া হকাদের উচ্ছেদ করা চলবে না।

২. হকারদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

৩. চাঁদাবাজি বন্ধ করতে হবে।

৪. হকাদের উপর দমন, নিপীড়ন, নির্যাতন বন্ধ করতে হবে।

৫. প্রকৃত হকাদের তালিকা করে আইডি কার্ড দিতে হবে।

৬. দখলকৃত সরকারি জায়গা দখলমুক্ত করে হকাদের পুনর্বাসন করতে হবে।

৭. হকাদের ট্যাক্সের অন্তভুক্ত করতে হবে।

৮. হকাদের পুনর্বাসনের জন্য ৫ বছরের মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে।

৯ . জাতীয় বাজেটে হকাদের পুনর্বাসনের জন্য বাজেট রাখতে হবে।

১০. হকার ব্যবস্থাপনায় জাতীয় নীতি গ্রহণ করতে হবে।

Bootstrap Image Preview