Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ঝড়ো হাওয়াসহ থেমে থেমে হচ্ছে বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview


রাজধানীতে কয়েক দিন দুর্বিষহ গরমের পর হঠাৎ সকাল ১১টার দিকে ঝড়ো বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির যেন ঢাকা নাগরী প্রশান্তি নেমে এসেছে। রাজধানীতে বৃষ্টি আর ঝড়ের খেলায় মেতে উঠেছে আকাশ। এক পশলা বৃষ্টি হয়ে আবার আকাশ এখনো কালো মেঘলা ছেয়ে আছে। 

এই চৈত্র মাসের মাঝামাঝিতেই যেন শুরু হয়েছে কালবৈশাখী! এরই মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টিসহ ঝড়ো বাতাস বইয়ে চলেছে। কোনো কোনো অঞ্চলের আকাশে মেঘের গর্জনও শুনেছে মানুষ। 

রাজধানীর বিভিন্ন এলাকাতেও বুধবার (২৭ মার্চ) সকাল থেকেই আকাশ মেঘলা। কোনো কোনো এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ ঝড়ো বাতাস বইছে। 

এ বিষয আবহাওয়া অধিদফতর বলছে, দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ কারণে নৌ বন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ১১টা নাগাদ মিরপুর, বারিধারা, কুড়িল এলাকায় ঝড়ো বাতাস বইতে শুরু করে। কয়েক মিনিট হালকা বৃষ্টি থাকলেও পড়ে তা স্বাভাবিক হয়ে যায়। তবে আকাশ মেঘলা রয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, মাদারীপুর, ফরিদপুর এবং ঢাকা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ কারণে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বুধবার সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছে রাঙামাটি, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ডিমলা ও রাজারহাটে, ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বোচ্চ ৩৪.৪ এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে। 

Bootstrap Image Preview