Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০ দিনেও গ্রেফতার হয়নি শিশু রহমান হত্যাকাণ্ডের খুনিরা

মো: আল কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১২:০৫ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১২:১২ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবিতে আব্দুর রহমান (১১) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্র হত্যাকাণ্ডের ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।  

শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টায় উপজেলার পাঁচবিবি-কামদিয় সড়কের বৃদ্ধিগ্রাম রাস্তার মোড় সংলগ্ন পাশের একটি পরিত্যক্ত একটি স্কুল ঘর থেকে উপজেলার ধুরাইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে রহমানের জবাই করা মৃতদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, সেদিন দুপুর থেকে তাকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজির করে রাতে পাঁচবিবি-কামদিয়া সড়কের বৃদ্ধিগ্রাম রাস্তার মোড় সংলগ্ন একটি গাছের সঙ্গে সাইকেল হেলান দেওয়া আছে দেখত পেয়ে সন্দেহ হলে পরিত্যক্ত ওই ঘরে গিয়ে তার মৃতদেহটি দেখতে পায়।

এবিষয়ে পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কাওকে গ্রেফতার করতে পারেনি। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।  

উল্লেখ্য, ১০ দিন অতিবাহিত হলেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই বিষয় নিয়ে রহমানের বাবা-মা, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। সেই সাথে এলাকার সচেতন মহল থেকে শুরু করে হাটবাজার, চায়ের দোকান, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবহনে যাতায়াতের সময়ও যাত্রীদের মাঝে চলে এই নিয়ে কথোপকথন। একই প্রশ্ন সকলের মনে। কি রহস্য ছিল রহমান হত্যাকাণ্ডের পিছনে?   

 

Bootstrap Image Preview