Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগে বোমা ও গুলিবর্ষণ

ফেনী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১০:০৬ AM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১০:১১ AM

bdmorning Image Preview


ফেনী সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা আজহারুল হক আরজুর গণসংযোগে গুলিবর্ষণ ও বোমা বিম্ফোরণের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরতলির রানীরহাট বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চেয়ারম্যান প্রার্থী আজহারুল হক আরজু তার নির্বাচনী এলাকা রানীরহাটে গণসংযোগ শুরু করেন।

এ সময় একদল যুবক চারদিক থেকে গণসংযোগে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে গুলি ও বোমাবর্ষণ শুরু করে। এতে আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করে। মুহূর্তে রানীরহাট বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় ফেনী-ছাগলনাইয়া সড়কে যান চলাচলও।

জানা যায়, গুলির শব্দ পেয়ে প্রার্থী আরজু দৌড়ে স্থানীয় মসজিদে আশ্রয় নেন। দুর্বৃত্তরা তার দু'টি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চেয়ারম্যান প্রার্থী আজহারুল হক আরজু অভিযোগ করেন, সাবেক চেয়ারম্যান একরাম হত্যা মামলায় খালাস পাওয়া আসামি রউফের নেতৃত্বে শতাধিক যুবক এ হামলা চালায়। তারা বৃষ্টির মতো বোমা ও গুলিবর্ষণ করেছে।

তিনি আরো বলেন, মূলত আমাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং হত্যার উদ্দেশ্যে এ হামলা হয়েছে।

এ ব্যাপারে ফেনী সদর থানার ওসি আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বোমা ও গুলিবর্ষণের ঘটনা স্বীকার করে এবং এসময় একটি গাড়ি ভাংচুর করা হয়েছে বলে জানান। 

Bootstrap Image Preview