Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিম হামলাকারীর কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৯:১৮ AM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৯:১৮ AM

bdmorning Image Preview


লন্ডনে একটি মসজিদে লেবার পার্টি প্রধান ও ব্রিটিশ পার্লামেন্টে প্রধান বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনের ওপর ডিম হামলার দায়ে দেশটির আদালত এক ব্যক্তিকে ২৮ দিনের কারাদণ্ড দিয়েছেন।

সোমবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মিস এমা অর্বুথনট এই রায় প্রধান করেন।

২০১৭ সালে রমজান মাসে ফিন্সবুরি পার্ক মসজিদে তারাবি নামাজ আদায়রত মুসল্লিদের ওপর এক শ্বেতাঙ্গ সন্ত্রাসীর গাড়ি হামলার পর মুসলিম সম্প্রদায়কে সমবেদনা জানাতে মি. করবিন ওই মসজিদে উপস্থিত হয়েছিলেন। এ সময়ে কট্টর ব্রেকক্সিটপন্থী ৩১ বছর বয়সী জন মুরফি নামের এক যুবক তার ওপরে ডিম হামলা চালায়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত করে হামলাকারীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে।

মি. করবিন আদালতে বলেন, 'ভোটকে সম্মান করতে হবে' এই বলে হামলাকারী চিৎকার করে তার ওপর ডিম নিক্ষেপ করছিল।এতে তার পরিবারের সদস্যরা মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং মারাত্মকভাবে মর্মাহত হয়। এমনকি এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার তিন পুত্র এবং শুভাকাঙ্খী বন্ধুবান্ধব সকলে তার সার্বিক নিরাপত্তার বিষয়ে আতঙ্কিত হয়ে পড়ে।

তিনি বলেন, ‘আমার তিন সন্তান ঘটনাস্থলে ছিল না। তারা এই ঘটনা সামাজিক মাধ্যমে জেনেছে। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমাকে হামলা করায় আমার স্ত্রী মানসিকভাবে খুব আহত হয়।তারা সকলে আমার নিরাপত্তা নিয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে।’

তিনি আদালতে আরো বলেন, ‘আমি এ ঘটনায় অবাক ও মর্মাহত হয়েছি। কারণ এটা ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য অত্যন্ত অসম্মানের ব্যাপার।’

অবশ্য এই হামলার পর মি. করবিনের নিরাপত্তা জোরদার করা হয়।

ম্যাজিস্ট্রেট মিস এমা বলেন, ‘এই কারাদণ্ড প্রদানের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই যে আমাদের পার্লামেন্ট সদস্যদের ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে। এই হামলাটি ঠিক আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপরে করা হয়েছে।’

তবে হামলাকারী জন মুরফি আদালতে কোনোপ্রকার বিচলিত ছিলেন না। এমনকি তিনি এই জন্য অনুতপ্ত কিংবা লজ্জাও অনুভব করেন নি। তিনি একজন ফ্রিল্যান্স ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী। এই কারাদণ্ডের ফলে অন্তত একবছর তার লাইসেন্স স্থগিত থাকবে।

ডিম হামলার প্রত্যক্ষদর্শী মনি মিয়া ইত্তেফাককে বলেন, ‘মি. করবিন আসবেন একথা শুনে আমরা সেখানে যাই এবং যথারীতি অনুষ্ঠানের কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছিল। ওই যুবকটি মি. করবিনের ঠিক পিছনে বসা ছিল। দেখলাম হঠাৎ করে সে চিৎকার করতে থাকে এবং মি. করবিনকে লক্ষ করে ডিম ছুঁড়ে মারে। হামলাকারী এ সময়ে খুবই আক্রমণাত্মক ছিল। তাকে বেশ কয়েকজন চেষ্টা করেও থামাতে পারছিলেন না।’

অভিবাসীদের উদ্দেশ করেও সে অনেক গালাগালি করে বলে এই প্রত্যক্ষদর্শী জানান।

উল্লেখ্য, যুক্তরাজ্যে বাংলাদেশী রাজনীতির সঙ্গে জড়িত রাজনৈতিক দলের কথিত নেতা-কর্মীরা বিরোধীমতের নেতাদের লন্ডনে আগমন কিংবা বহির্গমনের সময়ে উপর্যপুরি ডিম হামলা চালালেও এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Bootstrap Image Preview