Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পোস্ট অফিসের ডিজিটাল সেবা ‘নগদ’ চালু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১০:০৩ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:০৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল ফিনান্সিয়্যাল সেবা ‘নগদ’ চালু হয়েছে। এই সার্ভিসের মাধ্যমে যে কেউ কম খরচে দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবে।

ব্যাংকিং সুবিধা বঞ্চিত তৃণমূলের মানুষের মাঝে আর্থিক লেনদেনের বৈধ সুবিধা দিতে ডাক বিভাগ এ সার্ভিসটি চালু করেছে।

মঙ্গলবার গণভবনে বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল ফিনানসিয়াল সার্ভিস “নগদ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল এবং নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক।

Bootstrap Image Preview