Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ বসতঘরসহ ৪ দোকান পুড়ে ছাঁই

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৯:৪৮ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ বসতঘর ও ৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এসময় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করেছেন। 

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে বলাইখা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বলাইখা এলাকার হযরত আলীর ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে হযরত আলীর ১৯ টি বসতঘর, একটি দোকান, শহীদুল্লাহ মিয়ার ৬ টি বসতঘর, একটি দোকান, মমতাজ বেগমের ১১টি বসতঘর, একটি দোকান, মারফত আলীর ৪টি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

খবর পেয়ে ডেমরা, কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করেছেন।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বলেন, বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে বাড়ি ও দোকানপাট নির্মাণ করেছেন।

ডেমরা ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। 

চেয়ারম্যান মুস্তাক আহমেদ, ওসি খাজা গোলাম কিবরিয়া, কৃষি অফিসার, মনজু আলম সরকার, প্রফেসর নাসিম উদ্দন মালিথা, প্রফেসর আব্দুল আজিজ, প্রকল্প অফিসার জিন্দার আলী, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন প্রমুখ।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান খালেক, বিনয় পাল,আব্দুল মতিন প্রমুখ।  
 

Bootstrap Image Preview