Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview


বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে।  

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সকাল সাড়ে ৬টায় সারিয়াকান্দি পাবলিক মাঠে কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।

এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে গণকবর জিয়ারত ও দোয়া, সকাল ৮টায় সারাদেশের ন্যায় একযোগে জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, পায়রা উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও চিত্র প্রদর্শনী এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ শরিফ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য-৩৬, কৃষিবিদ আব্দুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এবং এমপি পত্নী সাহাদারা মান্নান, সাধারণ সম্পাাদক আব্দুল খালেক দুলু, সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল, ভাইস চেয়ারম্যান ও উজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার ও থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ আল আমিন প্রমুখ।

এসময় জাতীয় অনলাইন প্রেসক্লাব সারিয়াকান্দি উপজেলা শাখার পক্ষ থেকেও শহীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। 


 

Bootstrap Image Preview