Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈরে মহান স্বাধীনতা দিবস পালিত

এইচ এম সৌরভ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৬:০৬ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) সরকারি ও বেসরকারি উদ্যোগে এ দিবস পালিত হয়। 

এ উপলক্ষে কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দৃষ্টিনন্দন কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শিত হয়।

কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও পুলিশ, আনসার, সিভিল ডিফেন্স (ফায়ার সার্ভিস) বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, ম্যাধমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার হোসেন, উপজেলা আনসার কর্মকর্তা আমিনুজ্জামান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদ রেজা আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

Bootstrap Image Preview