Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘অহংবোধ থেকে বেরিয়ে এসে দেশকে এগিয়ে নিতে হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অহংবোধ থেকে বেরিয়ে এসে দেশেকে এগিয়ে নেওয়ার কাজে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার (২৬ মার্চ) সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশের অনেক সমস্যার মধ্যে ‘আমিত্ত্ব’ একটি বড় সমস্যা। আমি বড়, আমিই শ্রেষ্ঠ-এই মানসিকতা পরিহার করতে হবে। প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অহংবোধ থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে প্রতিষ্ঠান এগোবে না, দেশও এগোবে না।”

দুদক চেয়ারম্যান বলেন, ‘যে যেখানে আছেন, সে সেখানে নিজেকে রাজা মনে করবেন, এটা হতে পারে না। ভুল করলে তা স্বীকার করার মানসিকতাও থাকতে হবে।’

শিশুদের পাঠ্যবইয়ের উদ্ধৃতি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “আমার বই’ বা ‘আমার পতাকা’ এ জাতীয় শব্দচয়ন না করে ‘আমাদের বই’ অথবা ‘আমাদের পতাকা’ লিখলে হয়তো শিশু হৃদয়ে আমিত্বের বীজ অঙ্কুরিত নাও হতে পারতো।”

ইকবাল মাহমুদ দুদক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আসুন, সম্মিলিতভাবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণে আত্মনিয়োগ দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করি।’

Bootstrap Image Preview