Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৪:১৪ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৪:১৬ PM

bdmorning Image Preview


নরসিংদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। বিশেষ অতিথি মিরাজ উদ্দিন আহমেদ, বিপিএম, পিপিএম পুলিশ সুপার, আলহাজ্ব মতিন ভূইয়া চেয়ারম্যান জেলা পরিষদ, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, প্রাক্তন অধ্যক্ষ, নরসিংদী সরকারি কলেজ এবং আব্দুল মোতালিব পাঠান, সভাপতি সেক্টর কমান্ডার ফোরাম, ৭১ নরসিংদী জেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন তার বক্তব্যে বলেন, নরসিংদী মুক্তিযোদ্ধাদের অনেক কিছু করার ইচ্ছা আছে তার। যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আজকে আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। যার অবদান মুক্তিযোদ্ধাদের। 

তিনি আরও বলেন, নরসিংদী চরাঞ্চলের মানুষের জন্য ১০টি এম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়েছে। যা অতি শ্রীঘ্রই এটার সুফল ভোগ করবে চরাঞ্চলের মানুষ। মুক্তিযোদ্ধাদের জন্য নরসিংদী ডায়গনেস্টিক হাসপাতালে ২টি এম্বুলেন্স দেওয়া হয়েছে। তার একটি এম্বুলেন্স আজ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছে। প্রতিটি মুক্তিযোদ্ধারা বিনামূল্যে জরুরী সেবা পেতে এই এম্বুলেন্সটি ২৪ ঘন্টাই সেবা দিয়ে থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য।

এসময় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমার সহধর্মিনীর নানা বিশেষ বিশিষ্ট একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি তার পরিজনকে ত্যাগ করে মুক্তিযুদ্ধাদের সাথে একত্র হয়ে দেশ স্বাধীনে তিনি অবদান রেখেছে। তাই নরসিংদীর মুক্তিযোদ্ধাগণ প্রকৃত যুদ্ধাপরাধীদের তালিকা করার অনুরোধ জানান।

পরে প্রধান অতিথির কাছে তিনি দাবি জানান, এই জেলায় দীর্ঘদিন যাবত মুক্তিযোদ্ধাদের নির্বাচন হচ্ছে না। তাই নির্বাচন দেওয়ার অনুরোধ জানান তিনি।

Bootstrap Image Preview