Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বাধীনতা দিবসে দেবহাটা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন দেবহাটা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনির নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এসময় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর, কে বাপ্পা, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কৃষি কর্মকর্তা জসীমউদ্দীন, শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল লতিফ সহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ওসি তদন্ত উজ্জল মৈত্র, দেবহাটা থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, এসআই হেকমত আলী, এসআই জসীম, এসআই লিটন, এএসআই জুয়েল, সদস্য আমির খসরু, প্রতিভা, মরিয়ম পারভীন সহ আরো অনেকে।

অন্যদিকে দেবহাটা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  

Bootstrap Image Preview