Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে মহান স্বাধীনতা দিবস পালন

গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৩:১৫ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার প্রভাতের প্রথম প্রহরে গোদাগাড়ী কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের শ্রাদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া করা হয়।

সকাল ৮টায় সারাদেশের সাথে একযোগে সমন্বিত হয়ে গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। পরে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক কুমার চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম, উপজেলা আওয়ামি লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের জনগণ।

পরে উপজেলা শহিদ মিনারে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে খেলাধুলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি শেষ হয়।

Bootstrap Image Preview