Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে ‘খবরের পাতায় স্বাধীনতার কথা’ র্শীষক আলোকচিত্র প্রদর্শনী

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৩:০৯ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৩:০৯ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র আয়োজনে দিনব্যাপী ‘খবরের পাতায় স্বাধীনতার কথা’ র্শীষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের পাশে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রদর্শনী উদ্বোধনকালে তিনি বলেন, এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আমি এই আয়োজনের জন্য শাবি প্রেসক্লাবকে ধন্যবাদ জানাই।

এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, সেন্টার অব এক্সেলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু গবেষণা সেল এর পরিচালক অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল উদ্দিন আহমেদ, এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মো. মোকাদ্দেছ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জহিরুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাউসার। 
এসময় আরো উপস্থিত ছিলেন, শাবি প্রেস ক্লাবের সহ সভাপতি রিফাত আল মামুন, কোষাধ্যক্ষ এনামুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী কবীর এবং কার্যকরী সদস্য হোসাইন ইমরান, আরাফ আহমদ, মোয়াজ্জেম আফরান প্রমুখ।

Bootstrap Image Preview