Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো বার্সেলোনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০২:৪৭ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০২:৪৮ PM

bdmorning Image Preview


২৬শে মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতিয় দিবস। বাঙালি জাতির এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্টে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

বাংলাদেশের অনেক ফুটবলপ্রেমী স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সমর্থক। ওই ক্লাবে আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি খেলেন বলেও এই ক্লাবের ভক্ত অনেকে। বার্সেলোনার সেটা অজানা নয়। আর তাই বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে তারা।

বার্সার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া হয়েছে ওই শুভেচ্ছা বার্তা। ছবিতে মেসি-সুয়ারেজ, কুতিনহো-জর্ডি আলবারা গোল উদযাপন করছেন। তাদের মাঝখানে বার্সার লোগো। আর ওপরে সবুজের আবরণ। তার মধ্যে গোলাকার সূর্যের লাল। সেই লাল-সুবজের মধ্যেই লেখা, 'বাংলাদেশে আমাদের সকল ভক্তকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।'

এর আগে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাংলায় শুভেচ্ছা জানায় লা লিগা। তাতে স্প্যানিশ লিগের লোগো ও বাংলাদেশের পতাকা সংযুক্ত করেছে কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview