Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১২:০১ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১২:০১ PM

bdmorning Image Preview


সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজিপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে থানা পুলিশের ৩১ তোপধ্বনি ও পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় প্রথম প্রহর।

এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ ও নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, কাজী তারা, থানা ওসি পরিমল কুমার চক্রবর্তীসহ উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকরা।

Bootstrap Image Preview