Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

থাইল্যান্ডে নির্বাচনে ফল প্রকাশে বিলম্ব, জালিয়াতির অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১০:৫৬ AM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:৫৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত


থাইল্যান্ডের নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠেছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাভুটিতে সামরিক জান্তা সমর্থিত দল এগিয়ে আছে। কিন্তু কমিশন ফল প্রকাশে বিলম্ব করছে বলে অভিযোগ করছে গণতন্ত্রীপন্থি দল।

তবে সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, সরকার নির্বাচনী ফলে জালিয়াতি করছে।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করার পর এই প্রথম থাইল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচনে দুটি পক্ষের মধ্যে লড়াই হয়। একটি পক্ষ সামরিক জান্তা সমর্থিত এবং অন্য পক্ষ থাকসিন সিনাওয়াত্রা সমর্থিত গণতন্ত্রীপন্থি দল।

৯৩ ভাগ ভোট গণনার পর দেখা যায়, ১২৯ টি আসনে গণতন্ত্রীপন্থি পিউ থাই পার্টি সামান্য ব্যবধানে এগিয়ে আছে। আর সামরিক জান্তা সমর্থিত দল ১১৭ আসনে এগিয়ে। এর অর্থ কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে ২৫১টি আসন দরকার হয়। ফলে সরকার গঠন করতে বড় দলকে ছোট দলগুলোর সহায়তা নিতে হবে।

এদিকে, সামরিক বাহিনীর জন্য এই ফল আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মধ্যে পরাজয়ের আশংকা ছিল। গত ৫ বছরে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধনী ও গরীবের মধ্যে আয় বৈষম্য বেড়েছে। ২০১৬ সালে সংবিধানে পরিবর্তন আনা হয়। এতে সামরিক জান্তাকে উচ্চকক্ষ সিনেটে ২৫০ সিনেটর নিয়োগ দেওয়ার ক্ষমতা দিয়েছে যারা প্রধানমন্ত্রী নির্বাচিত করেন।

এই বিষয়ে নির্বাচন কমিশন সচিব চারু ভুত ফুম্মা বলেন, মানুষের ভুলের কারণে ভোটের ফলে কিছু সমস্যা হয়েছে। সোমবার ফল বিলম্বের ব্যাখা দেওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন দেয়নি।

Bootstrap Image Preview