Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে স্বাধীনতা দিবস পালিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview


সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে উদযাপিত হচ্ছে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান প্রমুখ।

এরপর থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও সর্বস্তরের মানুষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ, সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনী, এতিমখানা ও জেলখানায় উন্নতমানের খাবার বিতরণ, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও জেলা প্রশাসক হলে স্বাধীনতা উৎসবে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অপরদিকে নরসিংদীর টাউন হল সংলগ্ন পুরাতন শিল্পকলায় সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশণসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

Bootstrap Image Preview