Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১২:৩৬ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১২:৩৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর শেওড়াপাড়ায় তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাস ও চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তি ও আটক চালকের নাম জানা যায়নি।

সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোরেলের নিমার্ণ কাজের কারণে অনওয়ে হয়ে যাওয়া সড়কে তেঁতুলিয়া বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোহাম্মদপুর থেকে টঙ্গীগামী ওই বাস চালককে আটক করে মিরপুর থানা পুলিশের কাছে হস্তাস্তর করেছে ট্রাফিক পুলিশ।

এ খবর নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই অজিত কুমার রায় জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বাসচালককে আটক করা গেছে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগের তেজগাঁও জোনের এডিসি ড. মনজিল মোর্শেদ জানান, স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ব্যক্তিকে এলাকার একটি হাসপাতালে নেয়া হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ঘটনা সত্য, বাস ও চালককে আটক করা হয়েছে।তবে তিনি নিহত ব্যক্তি ও আটক চালকের নাম জানাতে পারেননি।

 

 

Bootstrap Image Preview